আওয়ামী লীগ নেতার অভিযোগ বলেন, ছাগলে জমির ফসল খাওয়া নিয়ে ঝগড়ার জেরে সন্ধ্যায় কাউন্সিলরের দুই ছেলে তাকে মারধর করে।
Published : 12 Aug 2023, 02:58 PM
ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে জামালপুরে এক ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতার লোকজনদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে শহরের পাথালিয়া এলাকায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ।
এ ঘটনায় আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মাহমুদ (৩৮), মো. ওমর আলী (৫০), মো. লিখন মিয়া (২০) ও অন্তঃস্বত্ত্বা ফাহমিদা আক্তার মৌকে (২৭) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ছাগলে জমির ফসল খাওয়া নিয়ে ঝগড়ার জেরে সন্ধ্যায় কাউন্সিলর শিমুলের দুই ছেলে তাকে মারধর করে।
পরে তিনি কাউন্সিলর শিমুলকে তার ছেলেদের ব্যাপারে অভিযোগ দিতে গেলে পুনরায় তার উপর হামলা করা হয়। এ সময় কাউন্সিলরের লোকজন তাদেরকে কুপিয়ে আহত করেছে।
তিনি আরও অভিযোগ করেন, তার অন্তঃস্বত্ত্বা শ্যালিকা মৌকে কাউন্সিলর লাথি মেরেছেন।
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল জানান, রাত ৯টায় একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার সময় পাথালিয়া ছাতার মোড়ে পৌঁছালে আব্দুল্লাহ আল মাহমুদ দলবল নিয়ে তার উপর হামলা চালায়৷
এ সময় তার গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা তিন লাখ ১৬ হাজার টাকা লুট করে। এতে তিনিসহ কয়েকজন আহত হন বলে পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর।
এ বিষয়ে ওসি কাজী শাহনেওয়াজ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেউ এখনো অভিযোগ করেনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”