“অভিযানের সময় ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি ও ছোরা উদ্ধার করা হয়েছে।”
Published : 27 Dec 2024, 09:58 PM
জামালপুরের ইসলামপুরে যমুনার চরে ডাকাতি প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত এবং অস্ত্র ও গুলিসহ আরও দুই ডাকাতকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুরের যমুনার চরাঞ্চল জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শেতাব আলী ওরফে সেজাব আলী (৩৮) ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামের জানকী বেপারীর ছেলে। ।
আহতরা হলেন- মো. ইসমাইল (৩২) ও ছুরমান আলী (৩৫)।
তাদের মধ্যে ইসমাইলকে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার বলেন, ইসলামপুরের যমুনার চরাঞ্চল জিগাতলা এলাকায় ডাকাতি প্রস্তুতি নেয় ৫-৭ জন ডাকাত। খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ইসমাইল ও ছুরমানকে গ্রেপ্তার করে। পরে গ্রামবাসী সেজাব নামে আরও এক ডাকাতকে আটক করে পিটুনি দিয়েছে বলে তারা খবর পান।
তিনি বলেন, “গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেজাবের মৃত্যু হয়। অভিযানের সময় ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি ও ছোরা উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় ইসলামপুর থানায় দুটি মামলা দায়ের হয়েছে বলে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন।