Published : 26 May 2024, 01:46 PM
দুর্যোগের মধ্যে বাগেরহাটের মোংলায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারের সময় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
ট্রলারটিতে প্রায় ৬০ জন যাত্রী মোংলা নদী পার হচ্ছিল। তবে তাদের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার সকাল সোয়া ৯টার দিকে মোংলা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না জানান।
ইউএনও নিশাত তামান্না বলেন, “ট্রলারটি মোংলা নদীর তীরের কাছাকাছি এসে ডুবে যায়। এটি অতিরিক্ত যাত্রী তুলেছিল।
“গতকাল রাতেই মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু তা উপেক্ষা করেই ওই ট্রলারটি এপার থেকে ওপারে ছেড়ে যায়।”
ট্রলারে করে ৬০ জন যাত্রী মোংলা নদী পার হচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, “সব যাত্রী তীরে উঠছে। কারও নিখোঁজের খবর পাওয়া যায়নি।”
উপকূলের মোংলা ও পশুর নদে ট্রলার ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।