নতুন করে যেন আর দোকান না বসানো হয়, সে বিষয়ে সতর্ক করেছে প্রশাসন।
Published : 02 Mar 2025, 07:14 PM
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযানে অন্তত ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
রোববার উপজেলা প্রশাসন, সদর-সরাইল থানা ও হাইওয়ে পুলিশ দোকানগুলো উচ্ছেদ করেন বলে সরাইলের ইউএনও মো. মোশারফ হোসাইন জানান।
প্রশাসন জানায়, যানজট নিরসনের লক্ষ্যে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বিশ্বরোড এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় বুলডোজার ও শ্রমিক দিয়ে অন্তত ৪০টির মত দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে ইউএনও মো. মোশারফ হোসাইন ছাড়াও সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান ছিলেন।
এ সময় নতুন করে যেন আর দোকান না উঠানো হয় এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।