শামসুল হক বেধে দেওয়া সময়ের মধ্যে লিখিত বক্তব্য জমা না দিলে, তার বক্তব্য ছাড়াই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
Published : 20 Dec 2023, 06:05 PM
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে পাবনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
বুধবার দুপুরে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ একরামুল কবির নোটিস পাঠান। সন্ধ্যায় শামসুল হকের ব্যক্তিগত সহকারী মামুন হোসেন সেটি গ্রহণ করেন।
শামসুল হক টুকুর বিরুদ্ধে, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ করেছেন বলে নোটিসে বলা হয়েছে।
আবু সাইয়িদের অভিযোগের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, শামসুল হক ১৪ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বেড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হারুনর রশিদ, বেড়া পৌর পুলিশ প্রধান আবুল হাশেমের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নির্বাচনি সভা করেন।
সেখানে নৌকা প্রতীকে ভোট চান এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের নৌকায় ভোট দিতে উদ্ধুদ্ধ করার নির্দেশ দেন; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন।
শোকজের বিষয়ে অনুসন্ধান কমিটির প্রধান একরামুল কবির বলেন, “শামসুল হক টুকুকে বক্তব্য লিখিতভাবে জানাতে দুই কার্যদিবস সময় বেধে দেওয়া হয়েছে। অন্যথায় তার বক্তব্য ছাড়াই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
এ বিষয়ে শামসুল হক টুকুর বক্তব্য জানতে তার মোবাইলে ফোন করে পাওয়া যায়নি।
পাবনার স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের প্রচারে ‘বাধা’, অভিযোগ নৌকার বিরুদ্ধে