এ ঘটনায় আটক দুজনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
Published : 16 Mar 2025, 07:33 PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ভরে পাচারের সময় প্রায় সাড়ে তিন হাজার কেজি টিসিবির চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বেলতৈল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান।
আটকরা হলেন, কামারখন্দ উপজেলার হাটখোলা গ্রামের আব্দুর রহমান ও একই উপজেলার আলোকদিয়া পশ্চিমপাড়ার শিপন শিকাদার।
ওসি আসলাম আলী জানান, রাতে টহল পুলিশের অভিযানে একটি মিনি ট্রাকে থাকা তিন হাজার ৪৫৮ কেজি টিসিবির চালসহ দুজনকে আটক করা হয়।
ওসি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন, কৈজুরি ইউনিয়নের হাটপাঁচিল গ্রামের বাচ্চু মিয়া এই চাল তাদের কাছে বিক্রি করেছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
আটকদের বোরবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।