দুর্ঘটনা এড়াতে বুধবার রাতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
Published : 13 Feb 2025, 12:44 PM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ।
বৃহস্পতিবার সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন।
বুধবার রাতে নদীতে কুয়াশার ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় নৌপথে দৃষ্টিসীমা কমে আসে। দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
নাসির মোহাম্মদ বলেন, এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের পদ্মা নদীতে চারটি ফেরি নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৭টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরপর ওই চারটি ফেরিও ঘাটে ফিরে এসেছে।