“নৌরুটে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
Published : 27 Dec 2024, 09:26 PM
চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাগেরহাটের মোংলায় লাগাতার কর্মবিরতি পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।
মোংলা বন্দরে বহির্নোঙরে অবস্থান নেওয়া জাহাজে পণ্য নামানোর কাজ বন্ধ রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ স্থবির হয়ে পড়েছে। তবে এতে তেমন প্রভাব এখনো পড়েনি বলে জানিয়েরছ বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই লাগাতার কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, “চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে কর্মবিরতি পালন করছি।
“বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।”
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা উপজেলার সাধারণ সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা বলেন, “নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কখনো পদক্ষেপ নেওয়া হয়নি।
“নৌরুটে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সরকার এই নায্য দাবি মেনে নেবে বলে প্রত্যাশা এই শ্রমিক নেতার।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান সাংবাদিকদের বলেন, “মোংলা বন্দরের জেটিতে কোনো পণ্যবাহী জাহাজ নেই। তবে বন্দরের বর্হিনোঙরে ১৪টি দেশি বিদেশী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে চারটির পণ্য নামানোর কাজ বৃহস্পতিবার রাতেই শেষ হয়ে যাওয়ায় শনিবার সকালে তা ছেড়ে যাবে।”