অধ্যাপক মো. শাহীন আক্তার জোদ্দারের ওপর ২৪ ডিসেম্বর দুপুরে হামলার ঘটনা ঘটে।
Published : 31 Dec 2024, 07:28 PM
ফরিদপুরে চিকিৎসক মো. শহীন আক্তার জোদ্দারের ওপর হামলার বিচার দাবিতে সহকর্মীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে (প্রেস ক্লাবের সামনে) ‘ফরিদপুরের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, বিএমএ, স্বাচিপের চিকিৎসকরা অংশ নেন
পরে একই দাবিতে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চিকিৎসকরা।
এ সময় বক্তারা অর্থোপেডিক চিকিৎসক মো. শাহিন আক্তার জোদ্দারের ওপর হামলার বিচার দাবি করেন এবং হামলার মূল দায়ী জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মোত্তাকিমকে গ্রেপ্তারের দাবি জানান।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ মোরসালিন।
এ সময় বক্তব্য দেন জেলা স্বাচিপের সভাপতি অসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা।
ফরিদপুর মেডিকেলে চিকিৎসককে মারধর: বিচারের দাবিতে কর্মবিরতি-মানববন্ধন
ফরিদপুরে ধাক্কা লাগার জেরে চিকিৎসককে মারধর, ভাঙল দাঁত
মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আগে চিকিৎসকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন আক্তার জোদ্দারের ওপর ২৪ ডিসেম্বর দুপুরে হামলার ঘটনা ঘটে। ঘটনায় বিচারের দাবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ এবং মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
তারা প্রতিদিন সরকারি অফিসে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখছেন।