একদিন আগে বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে ওই বৃদ্ধের স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর কথাকাটাকাটি হয় বলে জানায় পুলিশ।
Published : 05 Feb 2024, 07:39 PM
ফরিদপুর সদর উপজেলায় বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুরারিদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান হাসান।
নিহত ষাটোর্ধ্ব সোবহান মণ্ডল ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি হাসানুজ্জামান বলেন, রোববার বিকালে সোবহানের স্ত্রী ওই বাগানে গাছের পাতা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী কছিমুদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
সোমবার সকালে সোবহান বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল এলাকায় দোকানে চা খেতে গেলে রোববারের বিষয়টি নিয়ে তাকে গালিগালাজ করেন কছিমুদ্দিনের এক নাতি। এক পর্যায়ে সোবহানকে কিলঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবার হত্যাকারীর বিচার চেয়ে ছেলে সাইফুল মণ্ডল বলেন, “পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে।”
ওসি হাসানুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।