হোটেল কর্তৃপক্ষ বলছে, রোববার গভীর রাতে দম্পতি পরিচয়ে দুই নারী-পুরুষ হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন।
Published : 25 Nov 2024, 08:44 PM
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে ওই এলাকার রংধনু আবাসিক হোটেল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি নারীর লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান মানিকগঞ্জ সদর থানা ওসি এসএম আমানউল্লাহ।
হোটেলের ব্যবস্থাপক ওয়াসিম মিয়া বলেন, রোববার রাত দেড়টার দিকে দম্পতি পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে আসেন দুই নারী-পুরুষ।
স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি তার নাম বলেন, রুবেল হোসেন। বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়।
সোমবার বেলা ১১টার দিকে হোট্লেকর্মী পরিষ্কারে গিয়ে কক্ষটি বন্ধ পান। বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া পেয়ে ফিরে আসেন। বেলা বেড়ে হোটেল ছাড়ার সময় হয়ে গেলে ফের গিয়ে ধাক্কা দিলে দরজা খুলে যায়। তখন বিছানায় ওই নারীর লাশ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই নারীর লাশটি উদ্ধার করেন বলে জানান ব্যবস্থাপক ওয়াসিম মিয়া।
ওসি আমানউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারীর মুখমণ্ডল রক্তাক্ত ছিল। স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি তাকে হত্যা করে কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। সিসি ক্যামেরার ভিডিও দেখে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজা হচ্ছে।”