সকাল সোয়া ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
Published : 24 Feb 2025, 08:46 PM
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে কালিয়াকৈর উপজেলায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হাইটেক স্টেশনের শুরু হওয়া এই অবরোধ বেলা ৩টার দিকে প্রশাসনের আশ্বাসের পর প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বলেন, “শিগগির ছাত্রদের দাবি নিয়ে প্রশাসনিক আলোচনা হবে। আশা করছি, আগামী ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি বাস্তবায়ন হবে।”
পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়টির প্রথম নাম ছিল বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)। সম্প্রতি এই নাম পরিবর্তন করা হয়। শিক্ষার্থীরা জানান, নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হোক।
এর আগে ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণের দাবি করেন।
এ দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন।
এরই ধারাবাহিকতায় সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে হাইটেক রেলস্টেশন এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন। সেখানে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে।
আটকে পড়া ট্রেনটিতে রোগী থাকায় স্বজনদের অনুরোধে পৌনে ১০টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা রেলপথের ওপর বসে অবরোধ করে রাখেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে ইউএনও, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
বেলা ৩টা দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।