তালেব দীর্ঘদিন ধরে ‘মাদকাসক্ত’ ছিলেন।”
Published : 10 Nov 2024, 07:28 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাবেক এক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের নিজ বাড়ি থেকে আবু তালেবের মরদেহ উদ্ধারের খবর জানান নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান।
৪৬ বছর বয়সী তালেব ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
মৃতের পরিবারের বরাতে ওসি বলেন, “তালেব দীর্ঘদিন ধরে ‘মাদকাসক্ত’ ছিলেন। মানসিক চাপে রাতে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।