ইয়াবার মামলায় মিয়ানমারের ৩  নাগরিকের যাবজ্জীবন

সাড়ে চার লাখ ইয়াবা ট্যাবলেট এবং ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা কিয়াতসহ তাদের আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2023, 01:15 PM
Updated : 24 Jan 2023, 01:15 PM

কক্সবাজারে ইয়াবা ও মুদ্রা পাচারের মামলায় মিয়ানমারের তিন নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড হয়েছে। 

মঙ্গলবার কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

দণ্ডিতরা হলেন মিয়ানমারের আরাকান জেলার আইকাফ থানার অনডাং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, স্যাং টোয়েংয়ের ছেলে মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে সাড়ে চার লাখ ইয়াবা ট্যাবলেট এবং ৯ লাখ ৫১ হাজার কিয়াতসহ [মিয়ানমারের মুদ্রা] তিনজনকে আটক করে কোস্ট গার্ড। 

ওই ঘটনায় পরদিন তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার মো. আরশাদুল ইসলাম। 

আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় বলেও পিপি ফরিদুল আলম জানান।