ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
শনিবার সকালে টেকনাফ উপজেলার দমদমিয়া ঘাট থেকে পর্যটকবাহী দুটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
তিনি জানান, বেলা ৩টার দিকে দ্বীপে আটকে পড়া চার শতাধিক পর্যটককে নিয়ে কেয়ারি সিন্দাবাদ ও বার আউলিয়া জাহাজ টেকনাফের উদ্দেশে রওনা করে। সন্ধ্যা ৬টার দিকে জাহাজ দুটি দমদমিয়া ঘাটে পৌঁছানোর কথা রয়েছে।
সকালে আবহাওয়া স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়াদের নিয়ে দুটি জাহাজ টেকনাফের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিন দিন পর জাহাজ চালুর কথা জানিয়ে কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক (হিসাব) মো. শাহ আলম বলেন, “সকালে মাত্র ৬২ পর্যটক দ্বীপে গেছেন। হরতাল-অবরোধের কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে।”
ইউএনও আদনান চৌধুরী বলেন, সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে দমদমিয়া জেটিঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ এবং বেলা ১১টার দিকে এমভি বার আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করে।
এর আগে মঙ্গল ও বুধবার সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে চার শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছিলেন বলে জানান তিনি।