পুলিশ তাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠালেও বিচারক তাকে জামিন দিয়েছে।
Published : 23 Nov 2024, 03:55 PM
নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে আসা এক যুবককে পরিবারের লোকজনের সামনে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ তাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠালেও বিচারক তাকে জামিন দিয়েছে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।
আহত উজ্জ্বল কুমার (২৫) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সমর্থক।
বুধবার দুপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বলের মারপিটের শিকার হওয়ার ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও পরে ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আতিকুর রহমান পিয়াস ভিডিওটি ফেইসবুকে শেয়ার দিয়ে লিখেন, “শ্রী উজ্জল কুমার মণ্ডল শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করায়, বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতা-মাতা ও অন্তঃসত্ত্বা স্ত্রীকেসহ বেধড়ক পিটিয়েছে বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসীরা।
“মুমুর্ষ অবস্থায় তাকে অন্যায়ভাবে কোনো মামলা না থাকার পরেও পুলিশের হাতে তুলে দেয় বিএনপির সন্ত্রাসীরা। এরপরেও উজ্জ্বলের পরিবারকে তারা বার বার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।”
স্থানীয়রা বলছেন, গত ৫ অগাস্টের পর থেকে উজ্জ্বল আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বুধবার দুপুরে বাড়িতে ফেরেন তিনি। এ খবর জানতে পেরে বিএনপির নেতা-কর্মীরা তার ওপর হামলা করেন।
বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ বেশ কয়েকজন উজ্জ্বল কুমারের ওপর এই হামলা চালান। এরপর তারা পুলিশে খবর দেন।
এ ব্যাপারে বিএনপিনেতা ইকবাল হোসেন বলেন, “আমি ভিডিওটি দেখেছি। এটা করা ঠিক হয়নি। আমরা অভিযুক্তদের ডেকে শাসিয়ে দিয়েছি। ভবিষ্যতে যেন এমন কাজ না করে।”
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম, “খবর পেয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাকে বড়াইগ্রাম আমলি আদালতে পাঠানো হয়েছিল। সেদিনই আদালতের বিচারক তাকে জামিন দিয়েছেন।
প্রকাশ্যে মারধরকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।