রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলে দুই দফা সংঘর্ষ

“কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 04:59 PM
Updated : 3 Dec 2022, 04:59 PM

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে; তবে এতে আহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার দুপুরে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালে এবং সমাবেশ শেষ হওয়ার পর নেতাদের মাঠ থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই পক্ষের সংঘর্ষের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠের মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একপর্যায়ে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা বক্তব্য শুরু করলে নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু হাত নেড়ে তাদের থামতে বলেন। এরপরও নেতাকর্মীরা একে অপরের দিকে বাঁশ ছুড়ে মারছিলেন।

পরে পরিস্থিতি শান্ত করতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার বক্তব্য থামিয়ে দিয়ে মাইক নিয়ে স্লোগন দিতে থাকেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় নেতাদের বক্তৃতা শুরু হয়।

এ ঘটনার জের ধরে সমাবেশ শেষে নেতারা বের হওয়ার সময় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে কর্মীরা। এ সময় বিএনপির স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের গাড়ি পাহারা দিয়ে বের করে দেন।

তবে এই সংঘর্ষের ঘটনা কী কারণে এবং কারা ঘটিয়েছে তা জানাতে পারেননি বিএনপি নেতারা।

রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে আট জেলার নেতকর্মীরা ছিলেন। ফলে কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত করে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন:

রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলে আগে জমায়েত হতে মানা

বিএনপির সমাবেশের আগে রাজশাহীতে ছোট যানবাহনও ধর্মঘটে

রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

নাটোরে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি

পরিবহন ধর্মঘটে নওগাঁয়ও ভোগান্তি  

রাজশাহী বিভাগে বাস ধর্মঘট: বিপাকে বগুড়ার যাত্রীরাও

বিএনপির সমাবেশের আগে রাজশাহী বিভাগে গণপরিবহনে ধর্মঘট

রাজশাহীতে গণসমাবেশের আগে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

১১ দাবি না মানলে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

রাজশাহীতে মাদ্রাসা মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

সমাবেশ ঘিরে মামলা-গ্রেপ্তারে হয়রানির অভিযোগ বিএনপির

Also Read: রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলে পুলিশ, পাশে উৎসবের আমেজে কর্মীরা

Also Read: সাড়ে ৪ ঘণ্টা আগেই রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু

Also Read: ১০ ডিসেম্বর নিয়ে ভয় পেয়েছে সরকার: ফখরুল