বিএনপির সমাবেশের আগে রাজশাহীতে ছোট যানবাহনও ধর্মঘটে

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের আট জেলায় বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2022, 08:32 AM
Updated : 2 Dec 2022, 08:32 AM

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বাস ধর্মঘটের পর এবার যাত্রীবাহী ছোট যানবাহনগুলোও একই পথ অনুসরণ করেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।  

সব ধরনের সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত নিবন্ধনের দাবিতে শুক্রবার সকাল থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছে সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার ও লেগুনা মালিক সমিতি। 

রাজশাহীর অভ্যন্তরীণ পথে এই যানবাহনগুলো চলাচল করে থাকে। বাসের বিকল্প হিসেবে স্বল্প পাল্লার দূরত্বের যাত্রীরা বৃহস্পতিবার থেকে এসব যানবাহনে করেই যাতায়াত করে আসছিলেন। 

রাজশাহী সিএনজিচালিত অটোরিকশা (মিশুক) মালিক সমিতির সহসভাপতি আহসান হাবিব বলেন, “অটোরিকশা, ত্রি-হুইল, হিউম্যান হলার ও লেগুনা জেলার অভ্যন্তরণী পথে চলাচল করে। কিন্তু সব সড়কে আমরা অবাদে চলাচল করতে পারি না। বাধা দেওয়া হয়।

“এ ছাড়া নতুন অটোরিকশা কেনা হলে তার নিবন্ধন করতে হয়রানির শিকার হতে হয়। এ কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।” 

পরিবহন নেতা আরও বলেন, দুই দফা দাবির বিষয়ে বৃহস্পতিবার রাতে মালিক সমিতির যৌথ বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য আমাদের ধর্মঘট শুরু হয়েছে। 

তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান আহসান হাবিব। 

এর একদিন আগে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে রাজশাহী থেকে সকল যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন বন্ধ রয়েছে।

বিভিন্ন দাবিতে সারাদেশে বিএনপির সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশ হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাজশাহীতে সমাবেশ হবে। এসব সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট ডেকে আসছে পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন। 

ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর [সাংগঠনিক বিভাগ], সিলেট ও কুমিল্লায় [সাংগঠনিক বিভাগ] সমাবেশ শেষ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ ও কুমিল্লার সমবেশের আগে পরিবহন ধর্মঘট হয়নি। তবে ময়মনসিংহের সমাবেশের সময় বাস চলাচল করেনি। 

রাজশাহীর পর হবে ঢাকার সমাবেশ। ঢাকায় বিএনপির এই সমাবেশ ডাকা হয়েছে আগামী ১০ ডিসেম্বর। 

আরও পড়ুন:

রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

নাটোরে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি

পরিবহন ধর্মঘটে নওগাঁয়ও ভোগান্তি  

রাজশাহী বিভাগে বাস ধর্মঘট: বিপাকে বগুড়ার যাত্রীরাও

বিএনপির সমাবেশের আগে রাজশাহী বিভাগে গণপরিবহনে ধর্মঘট

রাজশাহীতে গণসমাবেশের আগে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

১১ দাবি না মানলে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

রাজশাহীতে মাদ্রাসা মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

সমাবেশ ঘিরে মামলা-গ্রেপ্তারে হয়রানির অভিযোগ বিএনপির