“ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
Published : 16 Jan 2025, 01:10 PM
বাগেরহাটের মোংলা উপজেলায় তিন চাকার যান নছিমন উল্টে দুজন নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরো দুজন।
বুধবার গভীর রাতে উপজেলার সোনাইলতলা-পেড়িখালী সড়কের গাছির মোড় এলাকায় কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মোংলা থানার ওসি আনিছুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) এবং খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামের জাফর মোল্লার ছেলে নছিমনের চালক দিদার মোল্লা (৩২)।
আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ২টার দিকে কালভার্টের সামনে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা পাথরের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আনিছুর রহমান বলেন, “নছিমনটি মোংলা থেকে পেড়িখালী এলাকায় যাচ্ছিল। রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”