সাত মাস আগে প্রেম করে বিয়ে করেন আজিজুল ও রিমা।
Published : 09 Apr 2025, 09:34 PM
নেত্রকোণার মদন উপজেলায় বাড়ি পেছনের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বাঁশরী কান্দাপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান।
নিহতরা হলেন- গ্রামের মজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২২) এবং তার স্ত্রী রিমা আক্তার (১৯)। রিমা একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সাত মাস আগে প্রেম করে বিয়ে করেন আজিজুল ও রিমা। তারপর তারা চট্টগ্রামে একটি পোশাক কারাখানায় কাজ নেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়ি এসেছিলেন।
বুধবার রাতেই তাদের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। টিকিটও কাটা হয়েছিল। কিন্তু তার আগে বিকালে বাড়ির পেছনে রেইনট্রি গ্রামে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লোকজন।
পরিদর্শক দেবাংশু কুমার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যুর মামলা হবে।
“এখনও ঠিক বলা যাচ্ছে না কী কারণে এই দম্পতির মৃত্যু হয়েছে। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে।”