মহাসড়ক পার হওয়ার সময় বরিশালগামী একটি বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
Published : 01 Apr 2024, 02:07 AM
মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মারুফ রহমান।
নিহত রাজ্জাক মোল্লা (৬৫) সদর উপজেলার ভদ্রখোলা এলাকার কাজেম মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, দুপুরে রাজ্জাক মোল্লা তাঁতিবাড়ি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশাল যাওয়া বিএমএফ পরিবহনের বাসটি তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত রাজ্জাক মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মারুফ জানান, বিএমএফ পরিবহনের যাত্রীবাহী বাসটি হাইওয়ে পুলিশ আটক করেছে, তবে চালক পলাতক। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]