স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
Published : 26 Mar 2025, 04:56 PM
জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক জানান।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তিনি এলাকার বাসিন্দা না হওয়ায় কেউ তাকে কেউ চিনতে পারছেন না।
ওসি নুর আলম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।