মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, পাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়া মাটির স্তর সরে গিয়ে স্লুইচ গেইটের প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়েছে।
Published : 26 Oct 2024, 10:53 PM
ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা নবগঙ্গা নদীর স্লুইচ গেইটের প্রতিরক্ষা দেয়াল ভেঙে মাটিসহ ধসে পড়ায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটনার পর পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে। শহরের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে; স্লুইচ গেইটের দুই পাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগ ক্ষতিগ্রস্ত খুঁটি সরিয়ে পুনরায় সংযোগ চালু করে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বাঁশের বাঁধ দিয়ে ক্ষতিগ্রস্ত স্লুইচ গেইট মেরামতের কাজ শুরু করে।
মাগুরা ওজোপাডিকো বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল রানা বলেন, “নবগঙ্গা নদীর উপর দিয়ে নদীপাড়ের দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। সেখানে স্লুইচ গেইটের প্রতিরক্ষা দেয়ালসহ মাটি ধসে নদীতে পড়েছে। এতে গোড়ায় পানি জমে বিদ্যুতের খুঁটিটি হেলে সাড়ে ১১ হাজার ওয়ার্ডের এই বৈদ্যুতিক লাইন সড়কের উপর গিয়ে পড়ে ছিল।
তিনি বলেন, পরে দ্রুত সেটি মেরামত করে নদী পাড়ের দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, “বর্তমানে ওই পথে ওয়ানওয়ে পদ্ধতিতে যান চলাচল করছে।”
তবে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, পাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়া মাটির স্তর সরে গিয়ে স্লুইচ গেইটের প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়েছে। বাঁশ, জিওব্যাগ ফেলে ভাঙনের মুখে পড়া স্থান সংস্কার করা হচ্ছে।