বাহার ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক।
Published : 11 Nov 2024, 04:30 PM
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার স্ত্রী ও ছেলেমেয়েদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন।
বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের উপ পরিচালক রেজাউল করিম।
দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, “ওই আবেদনের ওপর শুনানি নিয়ে স্ত্রী-সন্তানসহ বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক।“
দুদকের আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে জনাব তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান যেমন ঢাকার উত্তরায় ফ্ল্যাট ও কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট, মার্কেট রয়েছে। বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায়, তাদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
এরআগে গত ২৬ সেপ্টেম্বর বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহারের ব্যাংক হিসাব জব্দ করে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে এই সংস্থাটি।
নির্দেশনায় বলা হয়, বাহার ও তার মেয়ে তাহসীনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হল। পাশাপাশি বাহারের স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। এ ছাড়া হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টে আগামী ৩০ দিন সব লেনদেন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।
লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলেও জানায় বিএফআইইউ।
স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণী ইত্যাদি দুই কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আর তার মেয়ে সূচনা চলতি বছরের ৯ মার্চ উপনির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এর মধ্যে সোমবার সরকারি এক প্রজ্ঞাপনে তিনি মেয়র পদ থেকে অপসারিত হয়েছেন।