জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাঈদের পরিবারকে অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য।
Published : 15 Nov 2024, 09:44 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করার কথা জানালেন উপাচার্য এএসএম আমানুল্লাহ্।
তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থাও করা হবে।”
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে উপাচার্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে তিনি আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে তার পরিবারের সঙ্গে দেখা করেন।
তিনি সেখানে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য।