তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
Published : 17 Jul 2024, 10:12 AM
পিরোজপুরের ছারছীনার পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ মারা গেছেন।
মঙ্গলবার রাত ২টা ১১ মিনিটে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বড় ছেলে শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন জানান।
শাহ মোহাম্মদ মোহেবুল্লাহর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য অনুসারী রেখে গেছেন।
‘ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি। সারা দেশে প্রায় দুই হাজার মাদ্রাসাসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি।
শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সেন্ট্রাল হাসপাতালের আগে ঢাকার গ্রিন লাইফ হাসপাতাল এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তিনি। তার মৃত্যুতে পিরোজপুরের ছারছীনায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনায় তার জানাজা হবে। এরপর সেখানেই দাফন হবে বলে জানিয়েছেন বড় ছেলে শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।