সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথম উপাচার্য গোলাম রহমানের নামে করা করেছে।
Published : 13 Feb 2025, 11:51 PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ কয়েকটি হলের নাম পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ও হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
এর মধ্যে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথম উপাচার্য গোলাম রহমানের নামে করা করেছে। মুক্তিযুদ্ধকালীন এই ভবনটি ছিল রেডিও সেন্টার।
বুধবার সকালে প্রথম উপাচার্য ‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’ এর নামফলক উন্মোচন করা হয়।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বিজয় ২৪ হল, সত্যেন্দ্র নাথ বসু অ্যাকাডেমিক ভবনের নাম অ্যাকাডেমিক ভবন ১, জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের নাম অ্যাকাডেমিক ভবন ২, কবি জীবনানন্দ দাস অ্যাকাডেমিক ভবনের নাম অ্যাকাডেমিক ভবন নাম ৩, জয় বাংলা ভবনের নাম অ্যাকাডেমিক ভবন ৪ করা হয়েছে।
শহীদ তাজউদ্দিন আহমদ প্রশাসনিক ভবনের নাম প্রশাসনিক, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের নাম খুলনা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, সুলতানা কামাল জিমনেসিয়ামের নাম খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের নাম খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার করা হয়েছে।
এছাড়া শিক্ষকদের তিনটি কোয়ার্টারের নামও পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটে নতুন এসব নাম অনুমোদন দেওয়া হয়েছে বলে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. রেজাউল করিম জানান।
ড. গোলাম রহমান ভবনের নামফলক উন্মোচনের সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলা ও উৎকর্ষ সাধনে প্রফেসর ড. গোলাম রহমানের অবদান চিরস্মরণীয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এই ভবন থেকেই সবকিছু পরিচালিত হত। প্রথম উপাচার্য এখানেই অফিস করতেন।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে মহাবিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেশ ও জাতির উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।”