“এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে।”
Published : 21 Jan 2024, 04:42 PM
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের মনোযোগ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রোববার দুপুরে রংপুর নগরীর সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে।
“এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। তাই এদিকে সরকারকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করি।”
কীভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয়-তা জানেন দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, “নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ। আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি পেরেছিলাম। কিন্তু বর্তমান সরকার পারছে না।”
ধান-চালের দাম বাড়ানোর পেছনে কোনো ‘যৌক্তিকতা নেই’ বলেও মনে করেন তিনি। বলেন, “দেশে ধান-চালের অভাব নেই। প্রচুর উৎপাদন হয়েছে; প্রচুর মজুদ আছে। তারপরও হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। অযৌক্তিকভাবে দাম বাড়ছে।
“এটা একটা পক্ষ মুনাফার লোভে করছে। সরকারের এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।”
সিটি বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় জিএম কাদের বাজারের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু উপস্থিত ছিলেন।