টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান বলে জানায় পুলিশ।
Published : 08 Mar 2025, 02:24 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের এক ভাই।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তিতুদহ বাজারে এ ঘটনা ঘটে বলে জানান দর্শনা থানার এস আই অনুজ কুমার সরকার।
নিহত রফিকুল ইসলাম (৪৫) তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি তিতুদহ গ্রামের আব্দুর রহিম মল্লিকের ছেলে। আহত শফিকুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এস আই অনুজ কুমার সরকার জানান, টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে তিতুদহ গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান। এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
সংঘর্ষে রফিকুলের ভাই শফিকুলও আহত হয়েছেন বলে জানান দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জোয়ার্দ্দার।