গ্যাস সংকট: ৬ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

২১ জুন থেকে বন্ধ থাকা দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ প্রতিষ্ঠান মঙ্গলবার সন্ধ্যা থেকে উৎপাদনে গেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2022, 03:42 PM
Updated : 20 Dec 2022, 03:42 PM

গ্যাস সংকটে বন্ধ থাকা জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে।   

চলতি বছরের ২১ জুন থেকে বন্ধ থাকা দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ প্রতিষ্ঠান মঙ্গলবার সন্ধ্যা থেকে উৎপাদনে গেছে।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস সংযোগ পাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এর আগে ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ১৯ ডিসেম্বর চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।“

“যমুনা সার কারখানা চালু রাখতে গ্যাসের প্রয়োজন ২০০ থেকে ২২০ পিএসআইজি। গ্যাসের চাপ স্বাভাবিক আছে।”

দেশের বৃহত্তম এই সার কারখানায় প্রতিদিন এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়ে থাকে। এই সার জামালপুর, শেরপুর, টাঙ্গাইলসহ দেশের উত্তরাঞ্চলের ২০ জেলায় সরবরাহ করা হয়।

সার কারখানা চালু হওয়ায় সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারী, বোরো চাষি ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

১৯৯০ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়।