অভিযানে পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে খাদ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
Published : 05 Nov 2024, 01:16 AM
খাদ্যে ভেজাল ঠেকাতে নাটোর সদরে অভিযান চালিয়েছে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে খাদ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে শহরের ছায়াবাণী মোড় এলাকার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও কনফেকশনারিতে এ অভিযান চালানো হয় বলে জানান নাটোরের মুখ্য বিচারিক হাকিম নাজির মো. রোকনুজ্জামান সরকার দিনার।
অভিযানের নেতৃত্ব দেন নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন আলী।
রোকনুজ্জামান সরকার বলেন, নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিতে এ অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন উপায়ে হোটেল-রেস্টুরেন্ট ও ফুটপাতে খাবারের দোকানে খাদ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে।
এ সময় ‘জল ও যোগ মিষ্ট ভাণ্ডারের’ ১৫ থেকে ২০ হাড়ি দই ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে অন্য বিক্রেতাদের ছোট-খাটো ভুল দেখিয়ে সতর্ক করেছেন আদালতের বিচারকেরা
পরবর্তী অভিযানের সময় ত্রুটি পাওয়া গেলে জরিমানাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রোকনুজ্জামান সরকার।
অভিযানে নির্বাহী হাকিম তৌহিদুর রহমান সুমন, মো. সাদ্দাম হোসেন, মো. শানু আকন্দ, নাটোরের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুল করিমসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।