আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করছে।
Published : 26 Jun 2024, 04:35 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবোঝাই ট্রলারে আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন৷
বুধবার বেলা দেড়টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফতুল্লা ডিপোর জেটিতে নোঙর করা ট্রলারে আগুন লাগে৷
বিকাল পৌনে ৪টার দিকেও আগুন নেভানো সম্ভব হয়নি বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ জানান।
“আগুনে দগ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছেন৷ নিখোঁজ আছেন আরও একজন৷ তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন,
“জ্বালানি দাহ্য তেল হওয়াতে আগুন নেভাতে সময় লাগবে৷ আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করছে।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, “আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ট্রলারে থাকা জ্বালানি ভর্তি ড্রাম বিস্ফোরিত হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।”
এদিকে ডিপো সংশ্লিষ্টরা বলছেন, ট্রলারের ভেতরে চারজন ছিল। তারা ভেতরে রান্না করছিল।
মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, “ডিপো থেকে তেলভর্তি করে ড্রামগুলো ট্রলারে করে বরিশালের মনপুরায় নিয়ে যাওয়ার কথা ছিল৷ দুপুরে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা পেট্রোল, ডিজেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়।”