দূষণে নাকাল বুড়িগঙ্গা
প্রতিদিন রাজধানীর শ্যামপুর এলাকার শতাধিক প্রিন্ট, নিট, ডাইং কারখানার বিপুল বর্জ্য পড়ছে বুড়িগঙ্গা নদীতে। দূষণের ফলে নদীর পানির চেহারাও পাল্টে গেছে। সেইসঙ্গে পানিতে উচ্চমাত্রায় অ্যামোনিয়া, তেল, গ্রিজ ও ফেনলের মত রাসায়নিকও মিলছে, যা প্রাণ-প্রকৃতির জন্য বড় হুমকি।