বছরের বেশিরভাগ সময় দূষিত পানি বুকে নিয়েই চলে বুড়িগঙ্গার পানির স্রোত। শুধু বৃষ্টি হলেই চেহারা পাল্টায় এই নদী। তখন কুচকুচে কালো পানির দেখা মেলে না। পরিষ্কার টইটুম্বুর বুড়িগঙ্গায় সে সময় মাছের আনাগোনা বাড়ায় জাল নিয়ে পড়েন অনেকে।