নাটোরে সাবেক এমপি মোজাম্মেল হকের মৃত্যু

মোজাম্মেল হক ২০০১-২০০৬ মেয়াদে বিএনপির এমপি ছিলেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2023, 05:42 PM
Updated : 13 Jan 2023, 05:42 PM

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম মোজাম্মেল হক মারা গেছেন; তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুরুদাসপুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, তিন ছেলে, নাতি নাতনী রেখে গেছেন মোজাম্মেল হক।

শুক্রবার বেলা ১১টায় বনপাড়া কালিকাপুর স্কুল মাঠে এবং পরে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দুই দফা জানাজা হয়।

মোজাম্মেল হকের বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, ঢাকার মিরপুর শাহ আলীর মাজারে আরেক দফা জানাজা শেষে রাতে বনানী কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে।

মোজাম্মেল হক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু দলের এই সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।