শেখ ফরিদ ভূঁইয়া মাসুম বলেন, “আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
Published : 24 Dec 2023, 11:22 PM
নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা মার্কায় ভোট না দিলে পানি-গ্যাস-বিদ্যুৎ কিচ্ছু থাকবে না বলে হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নৌকার পক্ষে এক উঠান বৈঠকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম এ হুমকি দেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বস্ত্র ও পাটমন্ত্রী।
এখানে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার লড়াই করছেন।
উঠান বৈঠকে দেওয়া ছাত্রলীগ নেতার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তৈমুর আলম খন্দকার এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলেও জানান।
ওই ভিডিওতে দেখা যায়, মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকার একটি মন্দিরের সামনে নৌকার প্রার্থীর প্রচারে উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওই সময় প্রায় ছয় মিনিটের মত বক্তব্য দেন ছাত্রলীগ নেতা শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। জমায়েতের অধিকাংশই সনাতন ধর্মালম্বী নারী ও শিশু ছিলেন।
বক্তব্যে ছাত্রলীগ নেতা মাসুম বলেন, “গোলাম দস্তগীর সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদেরকে বয়স্ক ভাতা দিচ্ছেন, পানি দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন। সবদিকের গ্যাস কিন্তু কাইটা দিসে। একমাত্র মুড়াপাড়ার গ্যাসে কেউ হাত দিতে পারে নাই। এটা কিন্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অবদান।
জমায়েতের উদ্দেশে তিনি বলেন, “অনেকেই আওয়ামী লীগ করি বলতে পারে, কিন্তু নেত্রী শেখ হাসিনার মার্কা হল নৌকা। তিনি রূপগঞ্জে গাজী সাহেবকেই নৌকার দায়িত্ব দিছেন। আপনাদের আইসা কেউ যদি ভুলভাল বলে, আপনারা কিন্তু কোনো ভুল করবেন না।
“আপনাদের যে মূল্যবান ভোট, আপনাদের যে আমানত এটা কিন্তু গাজী সাহেবকেই দিতে হবে। নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না। এইগুলা কিচ্ছু থাকব না”, বলেন মাসুম।
এ বক্তব্যের প্রসঙ্গে জানতে চাওয়া হলে ছাত্রলীগ নেতা বলেন, “অতীতে অনেকেই রূপগঞ্জের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ এই ঋষিপাড়ার মানুষকে মূল্যায়ন করেননি। গোলাম দস্তগীর গাজী তাদের গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করেছেন। তাদের মন্দির করে দিয়েছেন।
“তিনি নির্বাচিত না হলে আবারও ঋষিপাড়ার মানুষ অবহেলিত হবেন। তাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা সৃষ্টি হবে। বক্তব্যে আমি সে কথাই বলেছি। বিপক্ষের প্রার্থীরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।
মাসুম আরও বলেন, “আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের বিগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম। বিদ্যুৎ বা গ্যাস লাইন কেটে দেওয়ার কথা বলিনি।”