নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের ইউসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
Published : 09 Mar 2024, 04:27 PM
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নির্ধারিত সময়ের পরেও লাইনে থাকা ভোটাদের ভোটগ্রহণ করা হয়।
শনিবার ৪টার পর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের ইউসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাছির উদ্দিন বলেন, “৪টার পরেও ভোটার শেষ না হওয়ায় ভোটগ্রহণ চলছে। তবে, কেন্দ্রের মূল গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে ভোটার থাকলেও তারা আর ভিতরে ঢুকতে পারবেন না। কেন্দ্রের ভিতরে যতক্ষণ ভোটার থাকবে, ততক্ষণ ভোট চলবে।”
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী বলেন, “৪টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের মূল গেইট বন্ধ করে দেওয়া হয়। পরে ভিতরে যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে ততক্ষণ পর্যন্ত ভোট চলবে।
নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে দেড় হাজার ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এতে প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছে। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য ছিলেন।
সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) এবং ১১ জন বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন নয়জন।
নির্বাচনের মেয়র পদপ্রার্থীরা হলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (দেয়াল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া প্রতীক), শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু (হাতি প্রতীক), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ প্রতীক) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল প্রতীক)।