পুলিশের ধারণা, হত্যার পর কেউ ঘটনাস্থলে লাশ ফেলে গেছে।
Published : 24 Feb 2025, 03:54 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুরি তালতলা এলাকায় লাশটি পাওয়া যায় বলে রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, ব্রিজের নিচে একটি ধান ক্ষেতের মধ্যে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“নিহতের পরনে ফুলপ্যান্ট ও গেঞ্জি ছিল। তার গলায় কালো দাগ রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ওই ব্যক্তিকে হত্যার পর কেউ ঘটনাস্থলে লাশ ফেলে গেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তা।