“গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।”
Published : 25 Dec 2024, 03:41 PM
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে ভুরুঙ্গামারী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
নিহত তুফান ইসলাম রাসেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভাণ্ডা গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রাসেল তার গাড়ি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভাণ্ডা যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
“পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।”