বিকালে বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে কবির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Published : 14 Feb 2025, 09:32 PM
কবিতায় অবদানের জন্য এবার নেত্রকোণায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ।
শুক্রবার জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোণা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী বসন্তকালীণ সাহিত্য উৎসব হয়। উৎসবের বিকালে খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে পুরস্কার গ্রহণ করেন কবি হাসান হাফিজ।
পুরস্কার বিতরণ পর্বের অনুষ্ঠানে সাহিত্য সমাজের সভাপতি ম কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ডিসি বনানী বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, খালেকদাদ চৌধুরী ছেলে হায়দার জাহান চৌধুরী, বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক, অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।
১৯৯৭ সাল থেকে শুরু করে বসন্তকালীণ ২৮টি সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত ৩৩ জনকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।
এ বার কবিতার জন্য পুরস্কারটি পেয়ে গর্বের কথা জানিয়ে কবি হাসান হাফিজ বলেন, “দেশের মধ্যে সবচেয়ে বেশি গুণি কবি, লেখক, শিল্পীসহ লোকজ সংস্কৃতির পাদপীঠ নেত্রকোণা। তাই নেত্রকোণাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হউক।”
হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এলাহীনগর গ্রামে। তিনি জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক।