শপিং ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে বিজিবি।
Published : 17 May 2024, 09:40 AM
কক্সবাজারের রামু উপজেলায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পৌনে দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ এবং একজন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।
আটক ৩৯ বছর বয়সী মো. নূর মোহাম্মদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে।
ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, “ গোপন খবরে গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে মরিচ্যার দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি ওই গাড়িতে তল্লাশি করে।
“এ সময় ওই ব্যক্তির সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।