প্রথমে মেয়ের এবং ৫-৬ হাত দূর থেকে উদ্ধার হয় বাবার লাশ।
Published : 26 Sep 2024, 04:38 PM
মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের লাশ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান।
এর আগে বুধবার সকালে সদর উপজেলার বারাহিরচর গ্রামের ধলেশ্বরী নদীতে ১১ বছরের মেয়ে রাফসাকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা মহিদুর রহমান (৫০)। এ সময় মেয়ে তলিয়ে গেলে তাকে উদ্ধারে গিয়ে নিখোঁজ হন বাবা।
খবর পেয়ে সিংগাইর উপজেলা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের ১৫ জন তাদের উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করে। কিন্তু অনেক খোঁজারপরও তাদের হদিস মেলেনি।
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান বলেন, “সকাল থেকে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। এক পর্যায়ে রাফার জামায় বরশি আটকালে তার লাশ ওপরে টেনে তোলা হয়। তার ৫-৬ হাত দূর থেকে উদ্ধার করা হয় মহিদুরের লাশ।”
আরিচা নদী বন্দর ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, সাঁতার শেখানোর সময় রাফসার শরীরে দুটি বোতল বেঁধে নদীতে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে সে তলিয়ে যায়।
মৃতদের মধ্যে মহিদুর পেশায় ব্যবসায়ী এবং তার মেয়ে রাফা বায়রা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।