২২ মার্চ সকালে সাঁথিয়া উপজেলার পাইকরহাটি ভাটিপড়া এলাকায় মালেক শেখকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
Published : 28 Mar 2025, 06:55 PM
পাবনার সাঁথিয়া উপজেলায় কাজের জন্য ‘ঘুম থেকে ডেকে তোলায়’ ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
শুক্রবার দুপুরে পাবনার র্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২২ মার্চ সকালে সাঁথিয়া উপজেলার পাইকরহাটি ভাটিপড়া এলাকায় মালেক শেখকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পরে ছেলে মানিকের (২২) বিরুদ্ধে সাঁথিয়া থানায় হত্যা করেন মামলা মালেক শেখের স্ত্রী।
মামলার বরাতে কোম্পানি কমান্ডার ইলিয়াস বলেন, সেদিন মালেক শেখ তার ছেলে মানিককে ঘুম থেকে ডেকে তুলে পারিবারিক প্রয়োজনে বাঁশ কাটার কাজ করতে এবং পরবর্তী ধানের জমিতে পানি দেওয়ার জন্য বলে।
কিন্তু মানিক বাবার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতে থাকা কুড়াল দিয়ে বাবার গলায় কোপ দেয় মানিক। পরে গুরুতর আহত মালেক শেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মামলার পর ছায়া তদন্ত শুরু করে মানিককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুরানো খবর