এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন শ্রমিক।
Published : 04 Mar 2025, 12:17 PM
গোপালগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে দুই শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার সন্ধ্যায় উপজেলার কাজুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) এবং কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পাণ্ডের ছেলে নিরঞ্জন পাণ্ডে (৩৪)।
আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি সাজেদুর রহমান বলেন, বাঁশ ও গাছের গুঁড়ি নসিমনে বোঝাই করে কয়েকজন শ্রমিক শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে নসিমন চালক একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলের পানিতে গিয়ে পড়ে যায়।
এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে সদানন্দ ও নিরঞ্জন নিহত হন। আহত হন আরও দুই শ্রমিক। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি সাজেদুর রহমান।