জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2022, 10:16 AM
Updated : 10 Nov 2022, 10:16 AM

জয়পুরহাটে পাওয়ার টিলার চালক এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম ২২ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন-সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের কুড়ানুর ছেলে রমজান আলী (৬৫), তার দুই ছেলে রঞ্জু মিয়া (৩৮) ও শাহীন আলম (৩৫) এবং একই এলাকার রেজাউলের ছেলে আব্দুল হান্নান (৪২)। তাদের মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন।

আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।

মামলার বিবরণে বলা হয়, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ফরিদপুর এলাকার আলতাব হোসেনের ছেলে এনামুল হক ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বজরপুর এলাকার ভগ্নিপতির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন।

ওই রাতে পূর্ব শত্রুতার জেরে আসামিরা এনামুলকে মারধরের পর হত্যা করে একটি আলুর ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ এনামুলের লাশ উদ্ধার করে।

পরে ওইদিনই নিহতের বাবা বাদী হয়ে সদর সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে আরও অব্যাহতি দেওয়া হয়েছে।