২০২২ সালের ২ এপ্রিল সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে জানান পিপি।
Published : 24 Mar 2025, 08:05 PM
পাবনার ফরিদপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নাজমুল হাসান শাহীন।
দণ্ড পাওয়া নাজমুল হোসেন (২৯) উপজেলার খলিশাদহ গ্রামের বাসিন্দা।
পিপি পিপি শাহীন বলেন, ২০২২ সালের ২ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনওয়ারীনগর আলীম মাদ্রাসার ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে পাশের পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাজমুল হোসেনকে আসামি করে থানায় মামলা করেন।
পরে ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ধর্ষণের ঘটনায় নাজমুলের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ফরিদপুর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ।
তিনি বলেন, মামলার চার দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় নাজমুলকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ডিএনএ পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে ২০২৩ সালের ১৯ মে নাজমুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শাহীন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ রেন্টু বলেন, আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন তিনি।