পুলিশ জানায়, এ ঘটনায় একটি হাতুড়িসহ এক কিশোরকে আটক করা হয়েছে।
Published : 21 May 2024, 12:32 PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোট দিতে যাওয়ার সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান।
আহত হাসান খান (৩২) উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে।
এ ঘটনায় একটি হাতুড়িসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এহসানুল হাকিম সাধনের কর্মী-সমর্থকেরা আমার সমর্থক হাসানকে বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
তিনি বলেন, “এ বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি।”
অভিযোগ অস্বীকার করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধন বলেন, “আমি ঘণ্টা খানেক আগেও বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এসেছি; সেখানে কিছু ঘটেছে কিনা আমার জানা নাই। আমি শান্তি প্রিয় মানুষ, আমি মারামারির মধ্যে নাই।”
ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে হাতুড়িসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কিছু দূরে একজন ভোটারকে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ ও সহকারী কমিশনার গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।”