তিনি বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকব, বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই থাকব।”
Published : 30 Aug 2024, 06:15 PM
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি প্রতিবাদ করে ছিলেন; অন্য সবাই তখন ‘ইঁদুরের গর্তে’ ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, “কিন্তু জনগণের কাছ থেকে সম্মান পেলেও যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে পাইনি।”
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মওলানা ভাসানী, বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলেও দাবি করেন তিনি।
কাদের সিদ্দিকী আরও বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকব, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকব।”
এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী সমাধিসৌধের মূল টম্বের ভেতর প্রবেশ করেন। পরে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে ৭৫ এর ১৫ অগাস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ, আব্দুর রহমান, পারভেজ, হাবিবুন নবী সোহেল, আরমান হোসেন তাপসসহ কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর, নারায়গঞ্জ, মির্জাপুর, সখিপুর, মধুপুর, বাশাইল ও ঢাকার নেতারা ছিলেন।