তাদের কাছ থেকে একটি ৭.৬২ পিস্তল, নয়টি গুলি, একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
Published : 22 Jan 2025, 11:52 PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার গৌরীপুর বাজার থেকে মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ইলিয়টগঞ্জ বাশরা গ্রামের আলমগীরের ছেলে মো. ইসহাক তুষার (২৪) এবং গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।
পুলিশ জানায়, তারা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছ থেকে একটি ৭.৬২ পিস্তল, নয়টি গুলি, একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার ওসি জুনায়েত বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।