নিহতদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর এবং অপরজনের ২৮ বছর।
Published : 16 Jan 2025, 09:59 PM
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর আলাদা স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মাবুদ।
নিহতদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর এবং অপরজনের ২৮ বছর।
পরিদর্শক আবদুল মাবুদ বলেন, শীতলক্ষ্যা নদীতে মরদেহগুলো ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের একটি দল বিকেলে সোনারগাঁয়ের কুতুবপুর এলাকা থেকে একটি এবং সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করে।
“তারা প্রায় তিন দিন আগে মারা গেছেন। ফলে প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি৷”
উদ্ধারের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।